বাবার কবরের পাশেই শায়িত হবেন ফারুক শেষ ইচ্ছা অনুযায়ী

বাবার কবরের পাশেই শায়িত হবেন ফারুকশেষ ইচ্ছা অনুযায়ী,গাজীপুরের কালীগঞ্জে মসজিদ সংলগ্ন বাবার কবরের পাশেই নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের কবর প্রস্তুত করা হয়েছে। তার বাবা আজগর হোসেন পাঠানকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। মঙ্গলবার রাত ৯টা চিত্রনায়ক ফারুকের সবশেষ জানাজা শেষে এ পারিবারিক কবরস্থানেই তার মরদেহ দাফন করা দাফন হবে।

 

বাবার কবরের পাশেই শায়িত হবেন ফারুক শেষ ইচ্ছা অনুযায়ী

 

বাবার কবরের পাশেই শায়িত হবেন ফারুক শেষ ইচ্ছা অনুযায়ী

সোমবার  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক-ফারুকের আপন ফুফাত ভাই বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হুমায়ুন মাস্টার।

তিনি বলেন, জীবিত অবস্থায় ফারুক অসিয়ত করে গেছেন, যেন মৃত্যুর পর তাকে পারিবারিক কবরস্থানে তার বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে দাফন করা হয়। তাছাড়া কবর খোড়ার কাজ শেষ। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেখানকার আয়োজনও সম্পন্ন করা হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

তিনি আরও বলেন, রাত ৯টায় সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দাফন করা হবে। এর আগে সন্ধ্যার দিকে ফারুকের পৈতৃক ভিটায় তার মরদেহ আনা হবে। সেখানে এলাকার সকল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন।

চিত্রনায়ক-ফারুক সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন শরৎ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

 

বাবার কবরের পাশেই শায়িত হবেন ফারুক শেষ ইচ্ছা অনুযায়ী

 

১ thought on “বাবার কবরের পাশেই শায়িত হবেন ফারুক শেষ ইচ্ছা অনুযায়ী”

Leave a Comment