মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার গাজীপুরে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার গাজীপুরে,গাজীপুরের-কালীগঞ্জে শফিকুল (৪০) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার গাজীপুরে

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার গাজীপুরে

রোববার  দিনগত রাতে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী-উপজেলার রূপপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (১ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওখিং মে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শফিকুল উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুস ছালাম ওরফে ছেলামের ছেলে। এ মামলার আরও কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন। তিনি একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।

২০০৮ সনের ১৬ আগস্ট রাত ৮টার দিকে ব্রাহ্মণগাঁও গ্রামের ময়েজউদ্দিনের বাড়ি সংলগ্ন বিলের পাশে মহিউদ্দিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরদিন ১৭ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার গাজীপুরে

 

আরও পড়ুন:

১ thought on “মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার গাজীপুরে”

Leave a Comment