সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী গাজীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার,গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর চার বছর বয়সী মেয়েকে তিনি পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চকপাড়ার সলিংমোড় এলাকা থেকে মরদেহ-উদ্ধার করা হয়েছে।
নিহত নাসরিন আক্তার (২০) উপজেলার চকপাড়া সলিংমোড় এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মজলিশপুর এলাকায় আলিমুলের ছেলে হৃদয় মিয়ার সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, নাসরিনকে শ্বাসরোধে-হত্যার পর মেয়েকে নিয়ে হৃদয় পালিয়েছেন।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক মাস ধরে নাসরিন তার বাবার বাড়ি থাকতেন। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকালে হৃদয় তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ ঘরের ভেতর রেখে মেয়েকে নিয়ে পালিয়ে যান। পরে বাড়ির লোকজন নাসরিনের নিথর দেহে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ-উদ্ধার করে।
শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বলেন, খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ-উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে,, নাসরিনকে শ্বাসরোধে-হত্যার পর হৃদয় তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ thought on “সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী গাজীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার”