বিগবস কারখানার আগুন – গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বিগবস করপোরেশন লিমিটেড নামের কারখানায় শ্রমিকদের দেওয়া আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে, তবে প্রচুর ধোঁয়া রয়েছে। ডাম্পিং হতে সারা রাত লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরের বিগবস কারখানার আগুন নিয়ন্ত্রণে
কয়েকজন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুরের সারোবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার আন্দোলন শুরু করেন। এর জেরে আজ বুধবার সকাল সাড়ে সাতটা থেকে বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।

তাঁরা দীর্ঘ সময় কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন এবং আশপাশের কিছু কারখানাও ভাঙচুর করেন। বেলা সাড়ে ১১টার দিকে একদল শ্রমিক বিক্ষোভ করে ভবানীপুর এলাকার বিগবস করপোরেশন লিমিটেড কারখানার ওয়্যারহাউসে অগ্নিসংযোগ করেন। সেখানে মূল্যবান ফেব্রিকস ছিল। আগুন দেওয়ার পর শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে আশপাশে অবস্থান নেন।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলে একটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় তারা একটু দূরে অবস্থান নিয়ে সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন: