বালুর বস্তায় ভরে নারীর লাশ যমুনায় | সারা সপ্তাহের খবর

” বালুর বস্তায় ভরে নারীর লাশ যমুনায় ” খবর দিয়ে শুরু করছি গাজীপুর জিলাইভ24  এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে |

বালুর বস্তায় ভরে নারীর লাশ যমুনায় | সারা সপ্তাহের খবর

শ্রীপুরে গ্যারেজের আড়ালে মদের ব্যবসা, গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের একটি গ্যারেজ থেকে দিবাগত রাতে বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বালুর বস্তায় ভরে নারীর লাশ যমুনায়

 

বালুর বস্তায় ভরে নারীর লাশ যমুনায়

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক নারীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বালুর বস্তায় ভরে যমুনা নদীর পানিতে ফেলে দেওয়া হয়। প্রায় তিন মাস পর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাইক্রোবাসের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-কাপাসিয়া সড়কের সূর্যনারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. ডালিম মিয়া (৪২)। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মো. ইউসুফের ছেলে। এ দুর্ঘটনায় তাঁর মেয়ে তানিশা আক্তারও (৩) মারা গেছে। 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

কালিয়াকৈরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। ০২ এপ্রিল রোববার দুপুরে নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা বলেন, হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঈদে মার্কেট ঘিরে সক্রিয় ছিনতাই চক্র,

ব্যবসায়ীদের দাবি, ছিনতাইকারীদের ধরে থানায় ফোন দিলেও পুলিশ ‘আসতেছি’ বলে দুই-তিন ঘণ্টা পার হলেও আসে না। তা ছাড়া থানায় দেওয়ার পর পুলিশ ব্যবসায়ীদের মামলার বাদী হতে বলে। বাদী হওয়ার ঝামেলা এড়াতে ব্যবসায়ীরা আটক ছিনতাইকারীদের থানায় সোপর্দ করার আগ্রহও হারিয়ে ফেলছেন। তাই ছিনতাই রোধে পুলিশের ভূমিকা নিয়েও ব্যবসায়ীরা সন্দিহান।

টঙ্গীতে অস্ত্রসহ আটক ৭

 

বালুর বস্তায় ভরে নারীর লাশ যমুনায়

 

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার (৫ এপ্রিল) রাত দেড়টায় ওই থানার শিলমুন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

দুই মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে কেয়া গ্রুপের ‘কেয়া নিট কম্পোজিট লিমিটেড’ পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাংচুর এবং কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখে।

ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

গাজীপুর মহানগরের টঙ্গী থেকে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১। রবিবার (২ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আরও দেখুনঃ

2 thoughts on “বালুর বস্তায় ভরে নারীর লাশ যমুনায় | সারা সপ্তাহের খবর”

Leave a Comment