গাজীপুর জেলার বিখ্যাত ব্যক্তি

আমাদের আজকের আলোচনার বিষয় গাজীপুর জেলার বিখ্যাত ব্যক্তি।

গাজীপুর জেলার বিখ্যাত ব্যক্তি:-

গাজীপুর একটি সমৃদ্ধ ও প্রাচীন জনপথ। ঐতিহাসিক এ অঞ্চলে  জন্ম নিয়েছেন জ্ঞান-বিজ্ঞানে, শিল্প-সাহিত্যে, সামাজিক-রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব   প্রদানকারী ক্ষণজন্মা অনেক ব্যক্তিবর্গ। এসব সফল মানুষেরা তাঁদের ত্যাগ, তিতিক্ষা ও কর্মকান্ড দ্বারা সময়ের ঘূর্ণিপাকের বিস্মরণকে জয় করে আমাদের নিকট কিংবা দূর ভবিষ্যতের মাঝেও বেচেঁ থাকবেন।

১৯৭১ এর ১৯ মার্চ মহান স্বাধীনতা সংগ্রামের প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন গড়ে উঠে এ গাজীপুরে। বাংলাদেশকে বিশ্বদরবারে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্শ্বে যার নাম উচ্চারিত হয় তিনি হলেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ। তিনি ছিলেন বিরল মেধা ও প্রজ্ঞার অধিকারী এবং প্রচন্ড ব্যক্তি স্বাতন্ত্র্যে চিহ্নিত ক্ষণজন্মা এক ব্যক্তিত্ব।

পদার্থ ও মহাকাশ বিজ্ঞানের বিস্ময়কর প্রতিভা বিজ্ঞান ও প্রযুক্তির একাধিক মৌলিক সূত্র উদ্ভাবনে ও কার্যকরভাবে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে জেলার সুযোগ্য সন্তান বিজ্ঞানী ড. মেঘনাদ সাহা। নিষ্কলুস ও সুস্থ রাজনীতির বাহক, দেশ উন্নয়নে নিবেদিত প্রান এবং মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠকের ভূমিকা পালনকারী মরহুম শামসুল হক, শহীদ আরজ উদ্দিন, গাজী গোলাম মোস্তফা মরহুম হাবিবুল্লাহ, শহীদ হুরমত আলী, শহীদ আহসান উল্লাহ মাস্টার, এড. মো: রহমত আলী, এড. আ ক ম মোজাম্মেল হক প্রমুখের সেবায় ধন্য এ ভূমি।

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানী ও শিক্ষা সাহিত্যিক অধ্যাপক ড. এখলান উদ্দিন, বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ড. অজিত কুমার সাহা , বাগ্মী সুপন্ডিত মোঃ নুরুল ইসলাম ভাওয়ালরত্ন প্রমুখের অবদান অনস্বীকার্য সাহিত্য ও শিল্পের কল্পনাপ্রসুত বোধের বাস্তব রূপদানকারী নাট্যকার অভিনেতা ঢাকা যাদুঘরের সংগ্রাহক ও বিশ্বখ্যাত বলধা গার্ডেনের  নির্মাতা বলধা জমিদার নরেন্দ্র নারায়ন রায় চৌধুরী, রবীন্দ্র সমসাময়িক এদেশের অন্যতম শ্রেষ্ট কবি স্বভাব কবি গোবিন্দ চন্দ্র দাস, সুসাহিত্যিক আবু  জাফর শামসুদ্দিন, মরমী সংগীত পাঠক আঃ রউফ, পল্লীগীতি গায়িকা মীনা বরুয়া এ জেলারই সন্তান। বাংলাদেশের শিল্প উন্নয়নে এ জেলার কৃতি সন্তান কেয়া গ্রুপের কর্ণধার আঃ খালেক পাঠানের অবদান স্মরনীয়।

 

গাজীপুর জেলার বিখ্যাত ব্যক্তি
বলধার জমিদার বাড়ী – গাজীপুর জেলা

 

  • মেঘনাদ সাহা (৬ অক্টোবর, ১৮৯৩ – ফেব্রুয়ারি ১৬,১৯৫৬) ছিলেন একজন জ্যোতির্পদার্থবিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞানে থার্মাল আয়নাইজেসন তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত। তার আবিষ্কৃত সাহা আয়োনাইজেসন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মাবলী ব্যাখ্যায় ব্যবহৃত হয়।
  • মোঃ সামসুল হক, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি
  • ফকির শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।
  • তাজউদ্দিন আহমেদ [বিএল], বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
  • ব্রিগেডিয়ার এএসএম হান্নান শাহ [বিএনপি], বাংলাদেশ পাটমন্ত্রী।
  • আহসানউল্লাহ মাস্টার রাজনীতিবিদ।
  • এম জাহিদ হাসান – পদার্থবিদ, ভাইল ফার্মিয়ন কণার আবিষ্কারক। ল ফার্মিয়ন কণার আবিষ্কারক।
  • আবু জাফর শামসুদ্দীন-বাংলাদেশ সাবেক পাটমন্ত্রী
  • আর্চবিশপ পৌলিনুস ডি কস্তা, বাংলাদেশের প্রাক্তন সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা।
  • আ.ক.ম মোজাম্মেল হক- এমপি (গাজীপুর ১) এবং মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
  • জাহিদ আহসান রাসেল – এমপি গাজীপুর আসন নং ২ ও মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

  • আনিছুর রহমান মিঞা- সচিব।
  • মেহের আফরোজ চুমকি – রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য।
  • সিমিন হোসেন রিমি- সাংসদ গাজীপুর আসন নং ৪।
  • রহমত আলী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী,গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
  • ইকবাল হোসেন সবুজ সাংসদ গাজীপুর আসন নং ৩
  • চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী: বাংলাদেশী রাজনীতিবিদ।
  • মোহাম্মদ ওবাইদ উল্লাহ: রাজনীতি।
  • সৈয়দা জোহরা তাজউদ্দীন: বাংলাদেশী মহিলা রাজনীতিবিদের মধ্যে অন্যতম।
  • রুমানা আলী: রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মহিলা আসন।

 

গাজীপুর জেলার বিখ্যাত ব্যক্তি
পূবাইল জমিদার বাড়ী – গাজীপুর জেলা

 

  • ফকির আবদুল মান্নান শাহ: রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী।
  • মোহাম্মদ শহীদুল্লাহ (গাজীপুরের রাজনীতিবিদ): বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য (সাবেক)।
  • এ কে এম ফজলুল হক মিলন: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
  • মোহাম্মদ সানাউল্লাহ (চিকিৎসক): সাবেক সংসদ সদস্য।
  • এম. এ. মান্নান (গাজীপুরের রাজনীতিবিদ), বাংলাদেশের রাজনীতিবিদ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মন্ত্রী।
  • মোহাম্মদ ময়েজউদ্দিন: আগরতলা ষড়যন্ত্র মামলার পরিচালনাকারী।
  • জাহাঙ্গীর আলম (রাজনীতিবিদ): সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মেয়র।
  • হাসান উদ্দিন সরকার সাবেক সাংসদ, গাজীপুর আসন নং ২।
  • তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Comment