শায়িত হবেন চিত্রনায়ক ফারুক বাবার কবরের পাশে,গাজীপুরের-কালীগঞ্জে বাবার কবরের-পাশে শায়িত হবেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু পাঠান ওরফে চিত্রনায়ক-ফারুক।

শায়িত হবেন চিত্রনায়ক ফারুক বাবার কবরের পাশে
উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন তার বাবা আজগর হোসেন পাঠান। সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক-ফারুকের ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান।

তিনি বলেন, জীবিত অবস্থায় ফারুক অসিয়ত করে গেছেন। মৃত্যুর পর যেন তাকে পারিবারিক কবরস্থানে তার বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হয়।


১ thought on “শায়িত হবেন চিত্রনায়ক ফারুক বাবার কবরের পাশে”