স্বামী পলাতক গৃহবধূর মরদেহ উদ্ধার গাজীপুরে

স্বামী পলাতক গৃহবধূর মরদেহ উদ্ধার গাজীপুরে,গাজীপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর পশ্চিম ভূরুলিয়া এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

 

 স্বামী পলাতক গৃহবধূর মরদেহ উদ্ধার গাজীপুরে

 

স্বামী পলাতক গৃহবধূর মরদেহ উদ্ধার গাজীপুরে

নিহত গৃহবধু মোসা. নূরী (১৮) কুড়িগ্রামের মুন্সিপাড়া মরাকাটা গ্রামের নূরুল ইসলামের মেয়ে। এ ঘটনার পর থেকে তার স্বামী ইসমাইল হোসেন (২৫) পলাতক আছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নেত্রকোনার বারহাট্টা থানার মধুপুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে ইসমাইল তার স্ত্রী নূরীকে নিয়ে গাজীপুরের পশ্চিম ভূরুলিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করেন। কিছুদিন ধরে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ চলছিল।

পারিবারিক কলহের-জেরে বুধবার দিনের কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন ইসমাইল। এরপর তিনি পালিয়ে যান। সন্ধ্যা হয়ে গেলেও নূরীকে আশপাশের প্রতিবেশী ভাড়াটিয়ারা দেখতে না পেয়ে ডাকাডাকি করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

পরে ঘরের দরজা ধাক্কা দিয়ে দেখেন খাটের ওপর নূরীর নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহ উদ্ধার উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পানো হয়।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী ইসমাইল পলাতক। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের-জেরে সে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 স্বামী পলাতক গৃহবধূর মরদেহ উদ্ধার গাজীপুরে

 

আরও পড়ুন:

১ thought on “স্বামী পলাতক গৃহবধূর মরদেহ উদ্ধার গাজীপুরে”

Leave a Comment