গাজীপুর জেলার ক্রীড়াঙ্গন

আমাদের আজকের আলোচনার বিষয় গাজীপুর জেলার ক্রীড়াঙ্গন।

গাজীপুর জেলার ক্রীড়াঙ্গন:-

বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম ও স্থান

গাজীপুর সদর, কালিগঞ্জ, শ্রীপুর, কাপাসিয়া ও কালিয়াকৈর উপজেলায় দেশের প্রচলিত গ্রামীন খেলা বৌছি, দাঁড়িয়াবান্ধা,গোল্লছুটসহ ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, ক্যারম, ব্যাডমিন্টন ও ভলিবল ইত্যাদি খেলারও প্রচলন রয়েছে । হকি খেলা শুধুমাত্র জেলা সদরে সীমাবদ্ধ । বাস্কেট বল খেলা কালিগঞ্জ উপজেলার নাগরী স্কুলে এবং জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়সমূহে অনুষ্ঠিত হয় । টেবিল টেনিস ও টেনিস খেলা জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় সমূহ এবং রাজেন্দ্রপুর ব্রাকে অনুষ্ঠিত হয়।

 

গাজীপুর জেলার ক্রীড়াঙ্গন
ভাওয়াল জাতীয় উদ্যান – গাজীপুর জেলা

 

খেলার মাঠ ও স্টেডিয়াম

জেলা সদরে শহীদ বরকত স্টেডিয়াম অবস্থিত । উপজেলা পর্যায়ে কোন স্টেডিয়াম নাই । তবে উপজেলা সমূহের স্কুলের খেলার মাঠ রয়েছে এবং জেলার রাজবাড়ী মাঠটিতেও বিভিন্ন প্রকার খেলাধুলা অনুষ্ঠিত হয় । এছাড়া জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় সমূহে বড় খেলার মাঠ ও খেলার সকল সুবিধাবলী রয়েছে ।

গাজীপুরের উল্লেখযোগ্য কিছু মেলা

ক) রথমেলা

খ) বৈশাখী মেলা

গ) স্নান ঘাটের মেলা

ঘ) চিনাইলের মেলা

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা। মোগল – ব্রিটিশ – পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গাজীপুরের রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা।

১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ ১৯টি কেপি আই, ৫টি বিশ্ববিদ্যালয়, ২টি ক্যান্টনমেন্ট ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহু সংখ্যক সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র/মাঝারী ও ভারী শিল্প কারখানাসহ দেশের তৈরী পোশাক শিল্পের বিরাট অংশ।

গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন, যার আয়তন ৩৩০ বর্গকিমি।গাজীপুরের মধ্যেই দেশের ৭৫ শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় ও সরকার স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত।

বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা, যেখানে দেশের সকল টাকা তৈরি করা হয় তা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানাও গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের ১৩টি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইন্সটিটিউট অবস্থিত। এছাড়াও বাংলাদেশের একমাত্র সমরাস্ত্র কারখানা গাজীপুর জেলায় অবস্থিত।

 

গাজীপুর জেলার ক্রীড়াঙ্গন
ভাওয়াল রাজবাড়ী – গাজীপুর জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment