গাজীপুরে কারখানায় আগুন, নিহত বেড়ে ৩

গাজীপুরে কারখানায় আগুন – গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গাজীপুরে কারখানায় আগুন, নিহত বেড়ে ৩

 

তিনি বলেন, ‘‘সোমবার সকালে কারখানার ভেতর থেকে আরো এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে।’’ নিহতদের মধ্যে এক জনের পরিচয় মিলেছে বলে জানান ওসি। তার নাম মজলুম মিয়া। বাড়ি লালমনিরহাট জেলায়।

এর আগে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন দুই জনের মরদেহ উদ্ধারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Leave a Comment